Showing posts with label ওয়ার্ডপ্রেস. Show all posts
Showing posts with label ওয়ার্ডপ্রেস. Show all posts

নিয়ে নিন ৫৮ ডলার মূল্যের ওয়ার্ডপ্রেস গেমলিয়ন থিম একদম ফ্রি


সবাই কে সালাম জানিয়ে আমার পোষ্ট শুরু করছি, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ৫৮ ডলার মূল্যের একটি মেগাজিন/নিউজপেপার সাইট এর জন্য উপযুক্ত ভাবে তৈরী করা ।  তো চলুন দেখে আসি থিমটির লাইভ ডেমো 

ডাউনলোড করুন


থিমটিতে যা কিছু থাকছেঃ

Gameleon – Full Features List

  • Magazine or Classic Blog Style
  • Responsively Adapts to any Device
  • Responsive Videos
  • Responsive Flash Games
  • Unity 3D Games Ready
  • Games Full-Screen option via HTML5 API
  • Cool Lights Swich Effect
  • Compatible with MyArcadePlugin Pro
  • BuddyPress Ready
  • BbPress Ready
  • Responsive AdSense Ready
  • Interstitial Ads with Progress Bar on the game page (ads before the game starts)
  • Responsive Ads options via our theme options panel
  • Ads position options: top, bottom, after the first paragraph, on the right or on the left of post content.
  • Standard single page layout(non-gaming) if your article is not a game
  • Powerful Unbranded Admin Panel
  • Google Fonts – change the fonts easy from the admin panel
  • Premium Slider Revolution Plugin Included 18$ Value
  • Premium Taqyeem – WordPress Review Plugin Included 16$ Value
  • Premium Notification Bar Plugin Included 19$ Value
  • Premium Pathway – Custom WordPress Login Page Plugin Included 14$ Value
  • Fully Widgetized Homepage
  • FRIV Style Layout for Home Page
  • 4 Custom Home Page Content Modules
  • 5 Custom Page Templates
  • Classic Blog View for Home Page or Categories
  • 21 Custom Powerful Widgets
  • Header Layout Constructor using drag and drop
  • Sticky Menu – optional from theme options panel
  • Cool Lightbox Feature (click on the featured image on single)
  • Review System – unlimited custom criterias with SEO Rich Snippet Review Microdata Support
  • Homepage Small/Modular Slider with many options
  • Built-in Newsticker with many options
  • Ajax Login/Registration Module
  • Unlimited Colors through Color Pickers
  • Custom Header Logo Upload
  • Full Header Logo Option
  • Full Header Slider Option
  • Full Header Ad Option
  • Custom Favicon Upload
  • XML Demo Content
  • Dedicated Support Center
  • Good coding practice and naming conventions
  • Optional Fly-in effect and animations
  • Optional Smooth Scroll Bar
  • Cool Scroll to Top & Bottom buttons
  • Automatic Theme updates through Admin Panel
  • Image Placeholders using Lorempixel.com
  • Custom Size for Featured Image on single via theme options
  • Theme fully compatible with our Speed Booster Pack plugin
  • Javascript & CSS minified option
  • Custom CSS Integration
  • SEO text block scroller for homepage
  • Likes and Views counters
  • Adjustable title length for most post titles
  • Adjustable text excerpt for most of text areas
  • Related posts displayed by tags or categories
  • Localization-ready – .po .mo files included
  • Much more features and options which are not listed here for space saving reason. Also note that on the Demo page, for aesthetics reasons, space saving and page loading speed, there are not displayed ALL available Gameleon widgets.

WordPress ব্লগকে হ্যাকিং থেকে বাচান ১০টি কিলার টিপস ব্যাবহার করে



ওপেন সোর্স এবং ইউজার ফ্রেন্ডলি বলে ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর জনপ্রিয়তার আরেকটা কারন এটি এমন একটি সিএমএস যা দিয়ে আপনি একটু টেকনিক্যাল নলেজ থাকলে খুব সহজেই তৈরি করতে পারবেন যেকোনো ধরনের ওয়েবসাইট, হোক সেটি ব্লগ, ই-শপ কিংবা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম।


তবে ওপেন সোর্স হওয়ার কারনে এটির সোর্স কোড সবার হাতের নাগালে। তাই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি বাগ গুলো সহজেই খুজে নিতে পারে হ্যাকাররা। তাই ওয়ার্ডপ্রেস ব্যাবহার করলে অবশ্যই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে আপনাকে কিছুটা ভাবতে হবে। নিচের ১০ টি পদ্ধতি অনুসরন করলে এসকল সিকিউরিটি বাগ থেকে আপনি মোটামুটি সুরক্ষিত থাকতে পারবেন।

ওয়ার্ডপ্রেস সাইট হ্যাকিং থেকে বাঁচানোর ১০টি ওয়ার্ডপ্রেস কিলার সিকিউরিটি টিপস

১. ‘admin’ নামের ইউজারনেম ব্যাবহার করবেন না

এই কাজটি একমাত্র তারাই করে থাকেন যারা ওয়ার্ডপ্রেস ব্যাবহারের ক্ষেত্রে একদম নতুন। কিন্তু কথা হল পৃথিবীতে বিপুল সংখ্যক সাইটের ইউজারনেম এটাই। এর কারন ওয়ার্ডপ্রেসের আগের ভার্সন গুলোতে এটা ডিফল্ট ইউজারনেম হিসেবে থাকতো। যদিও এটা ব্যাবহার করে যারা হ্যাক করেন তাদেরকে আমি হ্যাকারের উপাধি দিতে রাজি নই। তবুও বলতে হবে প্রতি বছর বেশ কিছু সাইট হ্যাক হয় শুধুমাত্র এই ইউজারনেম ব্যাবহারের কারনে। সুতরাং এড়িয়ে যাওয়ার কিছু নেই এখানে।

২. লগ-ইন লকডাউন সিস্টেম ব্যাবহার করুন

ওয়েবসাইট হ্যাকারদের একটা প্রিয় হ্যাকিং সিস্টেম হচ্ছে brute force (ব্রুট ফোর্স)। যেখানে তারা একটাই ওয়েবসাইটে বহুসংখ্যক সম্ভাব্য ইউজারনেম এবং পাসওয়ার্ড কম্বিনেশন ব্যাবহার করে লগ-ইন এর চেষ্টা চালায়। আপনার কাছে এভাবে হ্যাক করা হয়তো অসম্ভব মনে হতে পারে। কিন্তু তাদের কাছে এটা খুবই সোজা। কারন তারা এই কাজটি করতে বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে যেইগুলা খুব দ্রুত বেশকিছু(এমনকি ঘণ্টায় কয়েক হাজার) লগ-ইন এটেম্প চালাতে পারে। এবং এইধরনের পদ্ধতিতে বার বার লগ-ইন চেষ্টা করা যায় এইধরনের যেকোনো সাইট হ্যাক করা যায়। এমনকি ডিকশনারি অ্যাটাক(dictionary attack) (মানে বিশেষ কিছু ইউজার এবং পাস কম্বিনেশন যা পৃথিবীব্যাপী বহুল প্রচলিত) ব্যাবহার করেই বেশ কিছু সাইট হ্যাক করে ফেলে হ্যাকাররা। এখন কথা হল আপনি কিভাবে বাঁচবেন? খুব সহজ পদ্ধতি অনুসরন করুন। সাইটে লগ-ইন লিমিট রাখুন। অর্থাৎ কেউ যদি ৩ বারের বেশি লগ-ইন হওয়ার চেষ্টা করে কিন্তু সফল না হয় তাহলে সে হয়তো পরের বার একটা কেপচা কোড দেখতে পাবে। কিংবা তার আইপি ব্লক হয়ে যাবে। বেশকিছু নির্ভরযোগ্য প্লাগিন আছে যা দিয়ে আপনি এই কাজটি করতে পারেন।


৩. ভিসিটরের প্রয়োজন নেই এইধরনের তথ্য লুকিয়ে রাখুন

এমন অনেক তথ্য আছে যা ওয়ার্ডপ্রেস সাইটে শেয়ার করে কিন্তু যেইগুলা ভিসিটর জানার কোন  প্রয়োজন নেই। কিন্তু এই তথ্যগুলোর মধ্যে বেশ কিছু শেয়ার করা আপনার জন্য বিপদজনক। যেমন, ওয়ার্ডপ্রেস ভার্সন। এধরনের তথ্যগুলো লুকানোর জন্যও অনেক প্লাগিন আছে।

৪. wp-config.php ফাইলটি সরিয়ে নিন

যারা ওয়ার্ডপ্রেস ব্যাক-ইন্ড সম্পর্কে অবগত না তাদেরকে আগে wp-config.php এর সাথে পরিচয় করিয়ে দেই। এটি ওয়ার্ডপ্রেস রুট ডিরেক্টরিতে থাকা এমন একটা ফাইল যেটা আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির সাথে ডাটাবেজ কে যুক্ত করে। এখানে আপনার ওয়ার্ডপ্রেস সংশ্লিষ্ট ডাটাবেজ এর নাম, ইউজারনেম, পাসওয়ার্ড, সার্ভার, টেবিল নেম ইত্যাদি থাকে। মানে এই ফাইলটি যদি কারো হাতে যায় তবে আপনার সাইট এর যেকোনো জায়গায় সে প্রবেশ এবং পরিবর্তন করতে পারবে। তাই ওয়ার্ডপ্রেস এর রুট ডিরেক্টরি থেকে আপনার wp-config.php ফাইলটি সরিয়ে অন্য কোন ফোল্ডারে নিয়ে যান। এতে ওয়ার্ডপ্রেস এর কোন সমস্যা হবে না। যেখানেই থাকুক ওয়ার্ডপ্রেস এটাকে খুজে বের করবে। অবশ্য ওয়ার্ডপ্রেস ২.৬ এর আগের ভার্সনে এই সুবিধা নেই।

৫.  table prefix পরিবর্তন করে দিন

সাধরন ভাবে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইন্সটল করেন তখন এটার টেবিল গুলার প্রিফিক্স হয় wp_। যেটা আপনার wp-config.php ফাইলে উল্লেখ আছে। এটা যেহেতু ওপেন সোর্স তাই আপনি প্রিফিক্স এভাবে রেখে দিলে হ্যাকার ইতিমধ্যে জানে যে আপনার টেবিল গুলোর প্রিফিক্স কি। তাই এথেকে বাঁচতে হলে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার আগে wp-config.php থেকে আপনার টেবিল প্রিফিক্স পরিবর্তন করে অন্য কিছু দিন।

৬. সিক্রেট কী ব্যাবহার করুন

আপনি যখন wp-config.php ফাইলটি খুলবেন তখন নিচের ৪টি লাইন দেখতে পাবেন।

define('AUTH_KEY', '');
define('SECURE_AUTH_KEY', '');

define('LOGGED_IN_KEY', '');

define('NONCE_KEY', '');


আমি অবাক হয়ে যাই যখন দেখি অনেক অভিজ্ঞরাও এই কীগুলো ব্যাবহার করেন না। সিক্রেট কী গুলো কাজ করে আপনার পাসওয়ার্ড আরও শক্ত করার জন্য। এখানে ভিসিট করে এই কীগুলো জেনারেট এবং কপি করে নিয়ে আসুনঃ http://api.wordpress.org/secret-key/1.1/ । এবার এইগুলা wp-config.php তে যুক্ত করুন।

৭. আপনার /wp-admin লুকিয়ে রাখুন

wp-admin বা wp-login.php যেটাই বলেন না কেন এটার নাম পরিবর্তন করার অনেক টুল আছে। ধরুন একটা প্লাগিন ব্যাবহার করে আপনি আপনার সাইটের wp-admin পরিবর্তন করে দিলেন mysiteadmin . এখন কেউ যদি yoursite.com/wp-admin এ যায় তাহলে সে ৪০৪ এরর পাবে। লগ-ইন হওয়ার জন্য তাকে যেতে হবে yoursite.com/mysiteadmin এ। সুতরাং আপনার বা আপনার কোম্পানির সাইটে এই ধরনের পরিবর্তন করতে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করতে পারেন। তবে কমিউনিটি ব্লগে এটা করা যাবে না।

৮. প্লাগিন ব্যাবহারে হুঁশিয়ার

যেন তেন প্লাগিন ব্যাবহার করবেন না। বিশেষ করে যে সকল ক্ষেত্রে প্লাগিন আপনার বিশেষ ডাটা নিয়ে কাজ করে যেটা হ্যাক হলে আপনার সাইটে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এর রিভিউ এবং কতোটা নির্ভরযোগ্য তা দেখে নিবেন। লুপ ভেঙ্গে তার মাঝে কিছু যুক্ত করে এইধরনের প্লাগিন ব্যাবহার না করে সেই ক্ষেত্রে ঐ সুবিধা মেনুয়েলি যুক্ত করাই বুদ্ধিমানের কাজ।

৯. ফ্রি থিম ব্যাবহার করা থেকে বিরত থাকুন

অনেকে ফ্রি থিম বা প্রিমিয়াম থিম ফ্রিতে ডাউনলোড করে ব্যাবহার করে থাকেন। একান্তই যদি এই কাজটি করতে হয় তাহলে সতর্কতা অবলম্বন করুন। চেক করে নিন এতে কোন সিকিউরিটি বাগ আছে কিনা। অনলাইনে চেক করার অনেক সাইট আছে। তবে চেক করার সাইট গুলা বিশ্বাসযোগ্য কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কিনে প্রিমিয়াম থিম ব্যাবহারের ক্ষেত্রেও অনেক সময় কিছু বাগ থাকে। তবে কিভাবে বাগ মুক্ত এবং হাই কোয়ালিটি থিম নির্বাচন করবেন এই বিষয় নিয়ে পরবর্তীতে আরেকটা পোস্ট করবো।

১০. ব্যাকআপ রাখুন

নিয়মিত আপনার সাইটের ব্যাকআপ রাখুন। প্রায় সব প্রিমিয়াম থিমেই এখন বিল্ট ইন এই অপশন টা দেওয়া থাকে। তবে না থাকলে কোন প্লাগিন ব্যাবহার করতে পারেন কিংবা মেনুয়ালিও করতে পারেন। তবে তার চাইতে একটা সিস্টেম ব্যাবহার করাই যুক্তিযুক্ত যেটা আপনার কোন ওয়েব ব্যাকআপ অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় পরপর অটো ব্যাকআপ পাঠিয়ে দিবে।

এর বাইরেও আরও অনেক ওয়ার্ডপ্রেস সিকিউরিটি রুল আছে। যেমন, সবসময় সাইটের ওয়ার্ডপ্রেস, থিম, প্লাগিন সবকিছু আপডেট রাখুন। হোস্টিং বাছাই করার সময় সতর্কতা অবলম্বন করুন ইত্যাদি। আজ এর বেশি আর কিছু শেয়ার করলাম না। আশা করি আপনার সাইটের সিকিউরিটির ব্যাপারে যথেষ্ট সময় দিবেন। ভালো থাকবেন।

Wordpress setup সেলফ হোস্টেড ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস সেটআপ করার প্রক্রিয়া।


আজ আপনাদের সামনে তুলে ধরা হবে সেলফ হোস্টেড ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস সেটআপ করার প্রক্রিয়া ওয়ার্ডপ্রেস সেটআপ করা খুব একটা জটিল নয় বরং বেশ মজার বলতে পারেন।
এক্ষেত্রে আপনার সামনে দুটি রাস্তা আছে। একটি হল ম্যানুয়াল সেটআপ। আর অপরটি সিপ্যানেল থেকে সরাসরি ইন্সটল। যেভাবেই সেটআপ করা হোক, কাজ মূলত একটিই। তবে ম্যানুয়ালি সেটআপ দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন। অন্যদিকে সরাসরি সিপ্যানেল থেকে ইন্সটল করতে সময় যেমন কম লাগে, তেমনি এটি একটি নির্ভেজাল পদ্ধতি।
আমরা এই টিউটোরিয়ালে ব্যাবহার করেছি একটি প্র্যাকটিস ডোমেইন (practice.shadnanmahmud.com). আমাদের ইচ্ছা যে এই ডোমেইন এই আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। এখন অটোমেটিক সেটআপ দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে এই ডোমেইন (আসলে সাবডোমেইন) এর কন্ট্রোল প্যানেলে। যারা সাধারনত হোস্টিং প্রোভাইড করে তারা এখন এর সাথে ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন APPS INSTALLER ও জুড়ে দ্যায়। এর মধ্যে সবচেয়ে বেশী ইউজ করা INSTALLER হচ্ছে SOFTACULOUS. আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে আপনি চেক করে দেখেন, আপনার কন্ট্রোল প্যানেল এও আপনি এই ধরনের INSTALLER পাবেন INSTALLER এর অনেক অপশন গুলার মধ্যে থেকে WordPress এ ক্লিক করেন।


ক্লিক করা মাত্রই আপনি ওই ইন্সটলার এর হোমপেজে চলে যাবেন। সেখানে আপনাকে ইন্সটল এর অপশন দেখাবে


ইন্সটল এ ক্লিক করার পর আপনার কাছে খালি ঘর পুরনের জন্য একটা নতুন পেজ আসবে। সেই পেজে অপশন গুলো পাবেন সাধারণত এমন


প্রত্যেকটা ঘর পূরণ করা লাগবে না, তবে যেগুলো ইম্পরট্যান্ট সেগুলা হল ডাটাবেস এর ঘর, ব্লগের নাম, ব্লগের ডেসক্রিপশন, আপনার ইউজার নেম আর সবশেষে পাসওয়ার্ড। ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা আপনি যতবার আপনার ওয়েবসাইটে কোন কিছু এডিট করতে চাইবেন তত বার আপনাকে এই পাসওয়ার্ড আর ইউজার নেম ইউজ করতেই হবে।

এগুলো ছাড়াও দুইটা অপশন সাধারনত আসে একটা টেবিল প্রিফিক্স আর আরেকটা মাল্টিসাইট, এই দুইটা ঘরে হাত দেয়ার কোন দরকার নাই। থাক এই দুইটা ঘর নিজের মত। তো এরপর যেখানে মেইল অ্যাড্রেস চায় সেখানে নিজের মেইল অ্যাড্রেস দিয়ে দেন। এরপর ইন্সটল নামের যে বাটনটা আছে তাতে দেন গুতা। ব্যাস কাহিনী খতম।


এখন আপনার যেই ওয়েবসাইট সেইটা রিলোড দিলেই দেখবেন খুবই চমৎকার ভাবে সেখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস-এ কোন এডিট বা অন্য কিছু করার জন্য আপনাকে এখন যেতে হবে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড-এ লগ ইন করতে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এর পর লিখুন /wp-admin. মানে আপনার ওয়েবসাইট যদি হয় ‘www.mukhles.com’ তাহলে আপনার লিখতে হবে ‘www.mukhles.com/wp-admin’ অথবা, আপনার ওয়েবসাইটের নাম যদি হয় ‘practice.shadnanmahmud.com’ তাহলে আপনার লিখতে হবে ‘practice.shadnanmahmud.com/wp-admin'; এই অ্যাড্রেস এ গেলে আপনি নিচের মত একটা পেজ পাবেন।


সেখানে ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকেই আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কিছু নিয়ন্ত্রন করতে পারবেন।



তো আজকে এইটুকুই ।

WordPress কি এবং কেন

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন ওয়ার্ডপ্রেস। ব্লগিং প্ল্যাটফর্মের পাশাপাশি এটি একইসাথে একটি শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। ২০০৩ সালের ২৭ মে এটি প্রথম আত্মপ্রকাশ করে। প্রথমদিকে এটি কেবলমাত্র wordpress.com সাইটে ব্লগ প্রকাশ করার জন্যই ব্যবহার করা হত। পরবর্তীতে সেলফ হোস্টেড সাইটে ব্যবহার করার জন্য এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই সিএমএসটি তৈরির পেছনে রয়েছেন ম্যাট মুলেনওয়েগ নামের একজন ব্যক্তি।
ওয়ার্ডপ্রেস PHP এবং MySQL নির্ভর একটি ওয়েব বা ব্লগ ইঞ্জিন যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। এর সাহায্যে পিএইচপি, মাইএসকিউএল কিংবা এইচটিএমএল'র উপর কোন দক্ষতা ছাড়াই একটি প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপ করা সম্ভব। আর এই কারণেই দিন দিন বেড়ে চলেছে এর জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের প্রথম সারির প্রায় ১২ ভাগ ওয়েবসাইট এই সিএমএস ব্যবহার করে তৈরি করা। আর টাইমস ম্যাগাজিনের এক তথ্যমতে, বিশ্বের ৫৩ শতাংশ ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে।
ওয়েবসাইটে বিভিন্ন ফিচার যুক্ত করতে এতে আছে প্লাগিন ব্যবহারের সুবিধা। আর ওয়ার্ডপ্রেস প্লাগিন আর্কাইভে রয়েছে বিপুল পরিমান প্লাগিনের সংগ্রহ। এর অধিকাংশই বিনামূল্যে ব্যবহার করা যায়। আর ওয়েবসাইট ডিজাইনের খেত্রেও রয়েছে স্বাধীনতা। এক্ষেত্রেও ওয়ার্ডপ্রেস দিচ্ছে তাদের বিশাল থিম লাইব্রেরি থেকে পছন্দমত থিম বেছে নেওয়ার সুবিধা। আর ওপেন সোর্স হওয়ার কারণে নিজের প্রয়োজনমত যেকোনো ধরনের পরিবর্তন করে নেওয়া সম্ভব এতে।
তবে মজার ব্যাপার হল, ফ্রীল্যান্সিং জগতেও রয়েছে ওয়ার্ডপ্রেসের সফল পদচারনা। ফ্রীল্যান্সার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা প্লাগিন বা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে অনেকেই আয় করছেন সম্মানজনক অর্থ।
লেখক: শাহাদাত হোসেন

আসুন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে নিজের সাইট বানাই


সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউন আরম্ভ করতেছি। ওয়ার্ডপ্রেস নিয়ে বিস্তারিত লিখার ইচ্ছা ছিল কিন্তু নিজে আগে কিছু ত জানতে হবে । তাই আজকে সিদ্ধান্ত নিলাম আমি যা জানি তা নিয়ে একটি  টিউটোরিয়াল লিখব। তাই আজকে বসে পরলাম লিখতে।

আমাদের প্রিয় ভিসিটরদের মধ্যে যাদের ব্লগ নেই কিংবা ব্লগ/ওয়েবসাইট তয়রি করার ইচ্ছা আছে তারা আমার এই পোস্টটা দেখতে পারেন।
তাহলে আর কথা বাড়াবোনা চলুন শুরু করি।

ওয়ার্ডপ্রেস দিয়ে ২ বাবে ব্লগ তয়রি করা যাই। আপনি যদি wordpress.com এ যান তাহলে আপনি ফ্রী ব্লগ বানাতে পারবেন কিন্তু ব্লগের ডোমেইন পাবেন
”আপনার নাম”.wordpress.com
আবার আপনি যদি WordPress.org তে যান তাহলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার নিজস্ব সার্ভারে ইন্সটল করে এই পিসিহেল্পলাইন বা টেকটিউন এর মত একটি ব্লগ তয়রি করতে পারবেন।

আমরা wordpress.org দিয়ে ব্লগ তয়রি করা শিখবো। ব্লগ তয়রি করতে হলে আমাদের একটি ডোমেইন ও হস্টিং লাগবে। ডোমেইন ও হস্টিং কিনতে হয় যেহেতু আমরা ফ্রী ব্লগ বানানো শিখবো তাই আমরা ফ্রী ডোমেইন ও হস্টিং নেব।
আমাদের এই ফ্রী ব্লগে ডোমেইন প্রভাইডার হচ্ছে ডট টিকে ও হস্টিং প্রভাইডার হচ্ছে  বাক্স হোস্ট

প্রথমে চলুন ডোমেইন নেম রেজিস্টেশন করি। ডোমেইন নেম নেওয়ার জন্য প্রথমে এখানে যান। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর দেখুন নিচের ছবির মত এসেছে।(আগে এই সফটওয়্যার টা ডাউনলোড করে রাখুন। ডাউনলোড লিঙ্ক টা ওই সাইট এ রাখা আছে)


এবার নিচের ছবির মত খালি ঘরে আপনার পছন্দের ডোমেইন নাম দিয়ে GO তে ক্লিক করুন। (আমি এখানে symbiansoftzone নামে ডোমেইন নিয়েছি)যদি আপনার দেওয়া ডোমেইন নেমটি আর কেও ব্যাবহার না করে থাকে তাহলে নিচের ছবির মত আসবে।(Update:এখানে অনেকেই ৩ মাস সিলেক্ট করেছেন ,তাই আপনারা ১২ মাস সিলেক্ট করবেন)


যদি উপরের ছবির মত আসে তাহলে এটা এখানেই রেখে দিন। নতুন আরেকটি ট্যাব খুলুন এবং হস্টিং নেওয়ার জন্য এই ওয়েবসাইটে যান এবং হস্তিং-এর জন্য সাইন-আপ করুন।(Update) অনেকই Sing Up করতে পারবেন না ,তাই IP সম্পর্কিত কোন কিছু শো করে তাহলে IP হাইড বা VPN অথবা অন্য কোন পিসি বা মোবাইল থেকে সিং উপ করুন।


সাইন-আপ কমপ্লিট হলে আপনার দেওয়া ইমেইল এ একটি নতুন ইমেইল আসবে এই ইমেইলটি দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন।

 অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন করার পর Control Panel এ ক্লিক করুন,  Control Panel এ ক্লিক করার পর আপনাকে ডোমেইন সেটআপ দেওয়ার জন্য লিখা থাকবে। নিচের ছবির মত করে আপনার ডোমেইনটি এই হস্টিং-এ অ্যাড করুন।


ডোমেইন অ্যাড হয়ে গেলে আপনার ইমেইলে একটি নতুন ইমেইল যাবে।


আবার boxhost.me তে Logout করে Login করুন।ব্যাস এবার এখান থেকে চলে আসুন আপনি যেখানে ডোমেইন নিয়েছিলেন সেখানে যান এবং নিচের ছবির মত সব কিছু করুন।(আপনার ইমেইল এ Name Server দেওয়া আছে এগুলো বসিয়ে দিন)


এবার সাইন-আপ করুন। ব্যাস আপনার ডোমেইন আর হস্টিং নেওয়া শেষ।
এবার চলুন হস্টিং-এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করি।ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য প্রথমে আপনার সিপ্যানেলে লগিন করুন। (মানে আপনার হস্টিং-এ লগিন করুন)


লগিন করার পর কন্ট্রুল প্যানেলের Website এর আন্ডারে  Auto Installer এ ক্লিক করুন।

ক্লিক করার পর দেখুন  Blogs এর নিছে ওয়েবসাইট বানানোর অনেকগুলা সফটওয়্যার আছে। প্রথমেই দেখুন WordPress আছে।


এবার ওয়ার্ডপ্রেস এ ক্লিক করুন এবং দেখুন নিচের ছবির মত এসেছে এবং নিচের ছবির মত কাজ করুন।


ব্যাস আপনার ব্লগ বানানো শেষ। এবার আপনার ডোমেইন নাম দিয়ে আপনার ব্লগে প্রবেশ করতে পাড়বেন এবং লগিন করে আপনার ব্লগকে আপনার নিজের মত করে সুন্দর করুন।

বিশাল বড় একটা পোস্ট লিখে ফেললাম যদি পোস্টটি সবটা পড়ে তাখেন তাহলে অবশ্যই বিরক্ত হয়ে গেছেন। বড় একটা লিখলাম ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোন দরনের সমস্যা হলে মন্তব্যর মাধ্যমে আমাকে জানান আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব।
সবাইকে ধন্যবাদ।