বাড়িয়ে নিন ইন্টারনেটের স্পিড সহজেই

উইন্ডোজের সকল ভার্সনেই (XP, 7, 8, 8.1) বাই ডিফল্ট স্পিড কমানো থাকে। নিচের নিয়ম অনুসরন করে আপনি নেটের সর্বোচ্চ স্পিড পেতে পারেন। প্রথমে windows Key+R চেপে Run ওপেন করুন। এখানে টাইপ করেন gpedit.msc । তারপর Enter চাপুন।


তারপর তীর চিহ্নিত স্হানে অর্থাৎ Administrative Templates এ ডাবল ক্লিক(Double Click) করুন।



এবার Network এ ডাবল ক্লিক (Double Click) করেন।


এখন QoS Packet Scheduler এ ডাবল ক্লিক করুন।



এরপর Limit Reservable Bandwith এ ডাবল ক্লিক করুন।


তাহলে নিচের মত Window open হবে। এখানে চিত্রের মত setting ঠিক করেন।




কাজ শেষ।।

এভাবে আপনি আপনার উইন্ডোজ এ নেটের সর্বোচ্চ speed ব্যবহার করতে পারেন 



CSS শিখার জন্য বাংলা ইবুক ।


বন্ধুরা সবাই ভাল আছেন তো আসাকরছি খুব ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে খুব খুব ভাল আছি আজকে আমি আপনাদের খুব কাজের একটি ইবুক শেয়ার করবো   ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।


No comments:

Post a Comment